ঢাকা: ব্যাংক চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা সেই সম্পাদকের নাম প্রকাশের দাবি তুলেছেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। শনিবার প্রথম প্রহরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এ প্রসঙ্গে আলোচনায় তিনি এ দাবি তোলেন।
গত মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো একটি পত্রিকার সম্পাদক ফোন করে একটি ব্যাংকের চেয়ারম্যানের কাছে কিছু একটা টাকা চেয়েছিলেন। টাকা না দিলে সংবাদ প্রচার করে জীবন ধ্বংস করে দেবেন বলেও হুমকি দিয়েছিলেন। যার তথ্য প্রমাণ রয়েছে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। প্রশ্ন দেখা দেয়-কে সেই সম্পাদক।
এ বিষয়ে নঈম নিজাম বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই তথ্যটি প্রকাশ করেছেন এবং এ নিয়ে নানা ধরণের তথ্য প্রচার হচ্ছে।
অনেকে সন্দেহমূলক তথ্য প্রচার করছেন। এতে সাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দপ্তর বা তথ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি প্রকাশ করা উচিত। এটি করা হলে বিভ্রান্তির অবকাশ থাকবে না।