কাপাসিয়ায় ৪৮তম সমবায় দিবস পালিত

Slider সারাদেশ


কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে কাপাসিয়া উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২ নভেম্বর শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
আলোচনা সভার আগে উপজেলা চত্বরে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিয় সভায় কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান সোলায়মান সরকার, সমবায় কর্মকর্তা মোঃ বজলুর রশিদ, আকবর, সমবায়ী তাজউদ্দীন আহমদ, কামাল হোসেন শেখ, খাদিজা খনম, নাসিমা, আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *