ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪ .কম
গাজীপুর অফিস: টঙ্গীতে মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।
রোববার বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে । এতে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাঙচুর করে। এসময় পুলিশ মহাসড়ক থেকে শিক্ষার্থীদের হটিয়ে দিতে গেলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কনষ্টেবলসহ আহত হন অন্তত ১০ জন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, টঙ্গীর কলেজ গেইট এলাকায় গত ১০ জুন পিকআপের ধাক্কায় সফি উদ্দিন সরকার একাডেমির দু’জন ছাত্রী গুরুতর আহত হন। এসময় তাদের একজনের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে স্পিড ব্রেকার ও ফুটওভার নির্মাণে প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। একই দাবীতে একই স্থানে শিক্ষার্থীরা আজ তৃতীয় দিনের মত মহাসড়ক অবরোধ করলো।