বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আন্দোলন করে কোনো লাভ হবে না। এতে করে সরকার ক্ষমতা ছেড়ে দেবে না। ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।’ এ জন্য আন্দোলন না করে বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের জন্য জনমত তৈরির আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) উদ্যোগে ‘বেস্ট ইনডেন্টিং অ্যাওয়ার্ডস-২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৩ সালে দেশে অস্থিতিশীলতা তৈরি করেও ব্যর্থ হয়েছে বিএনপি। আবার সেই অস্থিতিশীলতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। তার প্রমাণ গতকাল গাজীপুরের জনসভা। এই জন্য বিএনপি আবার হরতাল ডেকেছে। এতে ক্ষতিটা কার? সাধারণ জনগণের-ব্যবসায়ীদের।’
তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি স্থান দখল করে নিচ্ছে। ঠিক এই মুহূর্তে একটি দল দেশকে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এ আন্দোলনের কারণে তারা লাভবান হতে পারবে না। এতে করে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে।’
তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি। ব্যবসায়ীরা যে কোনো দল সমর্থন করতে পারে। ব্যবসায়িক স্বার্থে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। ব্যবসা-বাণিজ্যে কোনো রাজনৈতিক ইস্যু টানা উচিৎ না। এতে করে একটি দেশ পিছিয়ে পড়বে।’
বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা, যিনি ৬ দফা দাবির জন্য ফাঁসির মুখোমুখি হয়েছিলেন। যিনি না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আর এই মহান নেতাকে নিয়ে বিভিন্ন মহল কটূক্তিতে মেতে উঠেছে। তাই তাদের আইনের আওতায় আনতে হবে।’
বিআইএএ’র সভাপতি কে এম এইচ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী।