ফেসবুকের ফিচার, ইয়ার ইন রিভিউয়ের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ প্রোগ্রামটি তৈরির সময় প্রোগ্রামাররা অমনোযোগিতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
মূল ঘটনাটি ঘটে যখন এ ব্যক্তি তার বিগত এক বছরের অ্যালবামে তার মৃত মেয়ের অনেকগুলো পুরনো ছবি দেখেন। ছবিগুলো তাকে বহু পুরনো কথা স্মরণ করিয়ে দেয়, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি অ্যালবামটি তৈরি করেননি। বরং অ্যালবাম তৈরির জন্য তাকে যে বিজ্ঞাপন দেখানো হচ্ছিল, সেখানেই তার মেয়ের ওই ছবিগুলো পান তিনি।
এরিখ মেয়ার এজন্য ওয়েব ডেভেলপার ও প্রোগ্রামারদের অসাবধানতাকে দায়ী করেন। তারা পুরনো ছবিগুলো তার সামনে তুলে ধরে যন্ত্রণা অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।
অতীতে ফেসবুকের এ ধরনের আরও বহু কার্যক্রম ব্যবহারকারীদের সমালোচনার সম্মুখীন হয়েছে। অভিযোগ রয়েছে, ফেসবুক এসব কার্যক্রম শুরুর আগে সাধারণ ব্যবহারকারীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না।