ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ভিশন টোয়েন্টি-টোয়েন্টিওয়ান বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দিনব্যাপী
কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখা।
সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের অভ্যন্তরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাজীর আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, গোলাম রউফ, মো. রইছ উদ্দিন, রহুল আমিন, আখতার হোসেন, আজহারুল ইসলাম, আ. রাজ্জাক, সিরাজ উদ-দৌলা,সুমন চন্দ্র দাস, খায়রুল বাসার, মোঃ আনসারী,জেসমিন সুলতানা প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায়, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, চলতি মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত ৩ ঘন্টা
(সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত) করে কর্মবিরতি পালন, ১৫ জুন পূর্ণদিবস কর্মবিরতি এবং ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।