ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অধীনে একসঙ্গে ২০১৭ ও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত দেশি সিনেমাগুলোকে পুরস্কৃত করা হবে। এবার ৭৪টি সিনেমা জমা পড়ে ২৮টি শাখায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। জুরি বোর্ডের ছবি দেখার পর এবার পুরস্কারের গেজেট প্রকাশের পালা। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য নিজামূল কবীর বলেন, গত দশ দিন আগে জাতীয় পুরস্কার সম্পর্কিত বিষয়ে কেবিনেট মিটিং হয়েছে। দু-একদিনের মধ্যে গেজেট ঘোষণা হবে।