আনুষ্ঠানিকতায় আফগান যুদ্ধের অবসান ঘটাচ্ছে ন্যাটো

Slider সারাবিশ্ব

image_111830_0আফগানিস্তানে পশ্চিমাদের ১৩ বছর যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। দেশ ছাড়ার পূর্বে ও তালেবান হুমকি সামনে রেখে গোপনীয়তা রক্ষা করে রোববার কাবুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো।

আগামী ১ জানুয়ারি আমেরিকান নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটগুলো আফগানিস্তান থেকে তাদের সেনাদের গুটিয়ে নিবে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে আমেরিকার আগ্রাসন শুর হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন হাজার ৪৮৫ জন বিদেশি সেনা মারা গেছে।

বিদেশী সেনাদের গুটিয়ে নেয়া হলেও দেশটিতে ১২ হাজার ৫০০ সেনা অবস্থান করবে। তবে তারা কোনো ধরনের অভিযানে অংশ নেবে না। তাদের কাজ হবে আফগান সেনা ও পুলিশদের প্রশিক্ষিত করা।

ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা দেশটিতে অবস্থান নিয়েছিল।

ন্যাটো সূত্র জানায়, আমেরিকান কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল কাবুলের অনুষ্ঠানটি পরিচালনা করে।

ক্রিসমাস ডে’তে এক ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “আর কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে আমাদের মিশনের ইতি হচ্ছে। আমাদের দীর্ঘ সময়ের যুদ্ধে ইতিবাচক ইতি ঘটছে।”-আ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *