সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং আধুনিক বিশ্বের ধারনা। ব্রিটিশ আমল থেকে সব সময় আমরা সবাইকে আন্দোলন করতে শিখাইছি। পাকিস্তানের সময় বলেছি ওরা আমাদের শাসন করে। শোষক চলে গেলে ভাল হবে। আন্দোলন করো। ১৯৭১ সালে যখন দেশ আমাদের নিজের হয়ে গেল তখন দেশকে কিভাবে ভালবাসতে হয় আমরা শিখতে পারিনি। তা শিখানোর আগেই আমাদের জাতির পিতা ও চার নেতাকে মেরে ফেলা হলো। এখন আমাদের দেশ গড়া শিখতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। কাজের মাধ্যমে মৃত্যুর পরে বাঁচাটাও জরুরি।
জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার কাপাসিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
সভায় কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম (বার), এছাড়াও উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, ইউএনও মোসা. ইসমত আরা, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, কমিনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল কবির মাষ্টার, সাধারণ সম্পাদক শফিকুল হক হিরন, ইউপি সদস্য সাখওয়াত হোসেন প্রধান প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।