আজ আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার (৩ দিন) পুর্বাভাসে বলা হয়,দেশের দক্ষিণাংশে হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৩ ভাগ।
আজ ঢাকায় সূর্যা¯ত ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৪০ মিনিটে।