যশোরে জজ আদালতের পরিত্যক্ত ভবনে যুবকের লাশ

Slider জাতীয়


যশোর: যশোরে রাকিব সর্দার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জজ কোর্ট আদালতের পরিত্যক্ত ভবনের প্রাচীরের পাশ থেকে আজ সোমবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই পরিত্যক্ত ভবনে পালিত পিতা মাসুম শেখের সঙ্গে বসবাস করছিলের। মাসুম শেখের পুরাতন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সামনে চায়ের দোকান রয়েছে। রাকিব সর্দার পাবনা জেলার সুজানগর উপজেলার বংকুলিয়া গ্রামের সাইন সাগরের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে রাকিব সর্দারের লাশ প্রাচীরের পাশে পড়ে ছিলো। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

আতাহার নামে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জানান, রাকিব সর্দারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করলে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার ও পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইন্সপেক্টর শিহার রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল যাওয়া হয়। সেখান থেকে রাকিব সর্দারের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *