‘এরশাদের শাসন আমলই ছিল স্বর্ণযুগ’

রাজনীতি

bablu‘দেশের মানুষ আজ পল্লীবন্ধু এরশাদের দিকে তাকিয়ে আছে। গত দুটি সরকারের শাসনামল এবং এরশাদের ৯ বছরের শাসনামলের তুলনামূলক বিশ্লেষণে মানুষ উপলব্ধি করছে, এরশাদের আমলই ছিল উন্নয়ন ও সুশাসনের স্বর্ণযুগ। তাই দেশের মানুষ পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়।’

শনিবার বিকেলে রাজধানীর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

হাজী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় নেতা সুলতান আহমেদ সেলিম, নাজমা আক্তার, মহানগর নেতা হাজী কাইয়ুম ও ইসমাইল হোসেন প্রমুখ।

আগামী ১ জানুয়ারি দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহাসমাবেশ সফল করার জন্য সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *