শ্রীপুরে হাতুরে ডাক্তারের চিকিৎসায় গর্ভবতীর মৃত্যু; লাশ উদ্ধার

গ্রাম বাংলা জাতীয় ঢাকা নারী ও শিশু সারাদেশ

arrest picture

করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর(গাজীপুর)  অফিস: জেলার শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের মোছাঃ রোমা আক্তার নামে এক গর্ভবতী নারী হাতুরে ডাক্তারের চিকিৎসায় মারা গেছেন। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার থানায় আনে।

রোববার  ভোর ৬টায় ওই ঘটনা ঘটে। বিকাল ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে।

নিহত রোমা আক্তার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আতর আলীর স্ত্রী। রোমা নয়নপুর হংকং স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, আতর আলীর স্ত্রী রোমা আক্তার ৯ মাসের অন্তসত্তা ছিল। হঠাৎ করে শনিবার রাত সাড়ে ১১ টার সময় প্রচন্ড ব্যথা অনুবভ হলে রোমা আক্তারের মা নয়নপুর বাজারের হানুমার্কেট নামকস্থানে রজনী ফার্মাসিতে যায়।

রজনী ফার্মাসির কর্তব্যরত চিকিৎসকদ্বয় রফিকুর ইসলাম ও তার স্ত্রী ডাঃ নাজমা আক্তার আতর আলীর বাসায় যায়। বাসায় যাওয়ার পর রোমা আক্তারের ডেলিভারী সময় হয়েছে ভেবে রোমার স্বামী ও রোমার মায়ের অনুমতি ছাড়াই জরায়ুতে অস্ত্রপাচার শুরু করে।

একপর্যায়ে রক্তক্ষরণের মাধ্যমে রোগীর অবস্থা আশংকাজনক অবস্থায় রেখে বাচ্চা ভূমিষ্ট হওয়ার পূর্বেই কসাই ডাক্তার দ্বয় আতর আলীর বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি এই কসাই ডাক্তারের হতে অসংখ্য রোগী ভুল চিকিৎসায় অকালে জীবন দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মহসিনুল কাদেরের সরকারি মোবাইল ফোন রিসিভ করে উপ-পরিদর্শক(এসআই) আঃ মজিদ উপ-পরিদর্শক(এসআই) সোহেল রানা লাশ এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *