ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ধানমন্ডি-৬ এ অবস্থিত ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।