সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০১৫-১৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার বেলা আড়াইটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকেই কেমুসাসের ২০১৫-২০১৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। বেলা ২টা ২০ মিনিটের দিকে ২০-৩০ জন যুবক আগ্নেয়াস্ত্র-রামদা উঁচিয়ে ককটেল ফাটিয়ে ভোট কেন্দ্রে হামলা চালায়। তারা কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ভোটগ্রহণ কেন্দ্রের চারটি বুথও ভাঙচুর করে তারা।
কেমুসাসের এই নির্বাচনে মাসউদ খান-মানিক পরিষদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী আব্দুল মুকিত অপি জানান, ছাত্রলীগ নেতা-কর্মীরাই ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্রলীগের কোন নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম বলতে পারেননি তিনি।
এদিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় হুড়োহুড়ির মধ্যে প্রাক্তন মহিলা সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকের মোবাইল ফোনটি কে বা কারা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।