গাজীপুর; ২৪শে অক্টোবর ২০১৯: গাজীপুর সদর উপজেলাধীন শিশুদের জন্যে আলাদা ধরনের স্কুল কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) বিকেলে সকল শিশুর জন্য উন্মুক্ত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। ‘ক’ বিভাগের শিক্ষার্থীদের ছবি আঁকার বিষয় ছিল “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে” এবং “গাঁয়ের সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই” এ বিষয়ের উপর ছবি আঁকে ‘খ’ বিভাগের শিক্ষার্থীরা। আগামী ২০শে ডিসেম্বর বিজয়ী শিশুদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।
প্রেসবিজ্ঞপ্তি