গাজীপুর: গাজীপুর আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচি আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। সন্ধ্যায় তিনি বিমানবন্দর নেমেছেন। উত্তরায় বিশ্রাম নিয়ে তিনি গাজীপুরে আসবেন। তার আগমনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দিয়েছে।
জানা গেছে, গতরাত থেকে প্রশাসন সভাটি না করার জন্য কৌশলে আয়োজকদের অনুরোধ করছেন। কিন্তু বাবু নগরী অনঢ় থাকায় সভাকে ঘিরে উত্তেজনা তৈরী হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সভাস্থল ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই অবস্থায় সভাস্থলে মুসুল্লীদের ভীড়ও বাড়ছে।
প্রসঙ্গত:আজ বৃহসপতিবার গাজীপুর সদর থানার ভবানীপুর বাজার সংলগ্ জেসন গেটের উল্টোদিকে “জামিয়া মোহাম্মদিয়া কাসেমী নগর” মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল মাহফিলে প্রধান মেহমানদের আসন অলংকৃত করবেন হেফাজত মহাসচিব।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা নূর হোসাইন কাসেমী ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সদর থানার সম্মানীত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ।
মাহফিলে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাসরিফ আনবেন।
উক্ত মোবারক কুরআন মাহফিলে দলে দলে অংশগ্রহণ করে, সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সালাউদ্দিন গাজী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আয়োজকেরা