লালমনিরহাটে চাকরির নামে প্রতারণা, ব্যাংক অফিসার আটক

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী এক নারী কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়ার অফিসার নগেন্দ্রনাথ রায়কে(৩৬) আটক করেছে পুলিশ।

আটক নগেন্দ্রনাথ রায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনীকান্ত রায়ের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার।

মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুর ২টার দিকে আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে পুলিশ।

এর আগে সকাল ১০টায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম। অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন ইউএনও।

মামালা অভিযোগ পত্রে জানাগেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমকে পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকুরী দেয়ার কথা বলে দুই কিস্তিতি ৫লাখ ৭০ হাজার টাকা গ্রহন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়। কিন্তু এক বছর চলে গেলেও টাকা ফেরত না দিয়ে জ্যোতি বেগমের স্বামী রবিউলকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মেরে ফেলার হুমকী দেন। পরে টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন ইউএনও। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে থানায় নেয় পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে নগেন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *