সড়ক দুর্ঘটনায় নতুন আইন : আইনমন্ত্রী

বাংলার আদালত

ainmontryআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক দুর্ঘটনায় বিদ্যমান আইনের ধারা পরিবর্তন করে নতুন আইন করা হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও বাড়ানো হবে।

শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘আইনের সংস্কার প্রাসঙ্গিক। তবে সড়ক দুর্ঘটনার বিষয়টি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এ জন্য মানুষের সচেতনতা, চালকদের দক্ষতা বাড়ানো দরকার।’

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে।’

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উপদেষ্টা আবদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক এম আলী আখতার হোসেন, মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী প্রমুখ মহাসমাবেশে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *