খালেদা জিয়ার গাজীপুরের জনসভাস্থলে নিষেধাজ্ঞা জারিকে ‘অগণতান্ত্রিক আচরণ’ অভিহিত করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
তিনি বলেন, ‘জোর-জবরদস্তি আর নির্যাতন-নিপীড়নের মাধ্যমে কোনো অপশক্তি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। বর্তমান ফ্যাসিবাদী ও অবৈধ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’
‘গাজীপুরে ১৪৪ ধারা জারির’ প্রতিবাদে শনিবার দুপুরে ন্যাপ গাজীপুর জেলা আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাজীপুরে জনসভা স্থলে ১৪৪ ধারা জারি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ‘গণগ্রেফতারের’ তীব্র নিন্দা জানান ২০ দলীয় জোটের এই নেতা।
দেশ ভয়াবহ সংকটে নিপতিত মন্তব্য করে জেবেল রহমান বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসনে দেশ ও মানুষ জর্জরিত। দেশের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার যেন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারকে মনে রাথতে হবে আন্দোলনের আগুন জ্বলে উঠলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বর্তমান জালিম সরকারের হাত থেকে মুক্তি পেতে হলে গণআন্দোলনের বিকল্প নেই। সরকারের অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।’
ন্যাপ গাজীপুর জেলা সভাপতি অধ্যক্ষ বেনজির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, জেলা নেতা অ্যাডভোকেট এম এ আজিজ, বাসেদ আহমেদ, আল-মামুন ভুইয়া, শরিফুল আলম মনি, সৈয়দ মিজানুর রহমান, আবদুর রহিম মাস্টার, মো. নাজিমউদ্দিন প্রধান প্রমুখ।