রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, পোশাক শিল্পে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থার সংকট রয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নিট পোশাকশিল্প মালিকদের সমিতি বিকেএমইএ আয়োজিত ‘গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি’র মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পে বড় কোনো সমস্যা নেই। এখানে মালিক ও শ্রমিকদের মধ্যে সামান্য আস্থা সংকট রয়েছে। যা দূর হলেই এই শিল্প এগিয়ে যাবে। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
রানা প্লাজা ট্র্যাজেডিতে গার্মেন্টস সেক্টরের ইমেজ নষ্ট হওয়ার পরে সরকার ও পোশাক শিল্প উদ্যোক্তাদের আয়োজিত এপারেল সামিটের কারণে ক্রেতাদের মানসিকতার পরিবর্তন হতে শুরু করেছে বলেও জানান তিনি।
বিকেএমইএ’র সভাপতি এ. কে. এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ’র সদস্যরা।