আগুন চিন আগুন ?
এক চোখ আগুন ,
এক দুনিয়া আগুন
মৃদু আঁচে পুড়িয়ে যাবে
জল শূন্য সাগর হবে
জীবন্ত আগুন চিন ?
দাউ দাউ করে জ্বলছে আগুন
মিথ্যা প্রলাপে হচ্ছে শকুন,
পবিত্র কোরআনে বসেছে উকুন
উল্লাসে রয়েছে আগুনের ভ্রন
মিথ্যা হ্যাকো মাকড়শার ত্রন
আগুন চিন আগুন ?
চৈত্রের উতপ্ত বাতাসের আগুন !
ঘুমন্ত চোখে তেজরশ্মি আগুন জ্বলে
দেখ না শুকনো পাতা, ফুলশয্যার দ্বার খুলে !
জলে আগুন বাতাসে আগুন উথাল চিত্ত দোলে ,
বরফের এভারেস্ট নিপাত যাবে চিত্ত পাপিষ্ঠা হলে।
আগুন দেখো আগুন এক দুনিয়া আগুন ,
কদমে কদমে আগুন ,উড়ছে আর উড়ছে সাদা
আকাশে কালো ঘুটঘুটে মিথ্যা অহমিকার শকুন ।
আল-কোরআনে নোংরা উকুন
দুর্গন্ধে আবর্জনায় উপচে আতর
চরণে সুদর্শন হয়েছে মেথর ।
আগুন দেখো আগুন ,
চতুর দিকে জ্বলছে আগুন
উতপ্ত প্রচারণায় বইছে ফাল্গুন
ঐ দূরে আগুন, কাছে আগুন
চিতায় জ্বলছে দম্ভের শেগুন
আগুন আগুন আর আগুন ।
১১/১০/১৯
°°°°°°°°°°°°°°°°