ঢাকাা: সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাট সীমান্তের ৫শ গজের ভিতরে প্রবেশকরলে অনাকাঙ্খিত গোলাগুলিতে একজন বিএসএফ সদস্য নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবির দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে। আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্খিতভাবে এক জওয়ান নিহত হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।