নিশি রজনীতে হিমেল ঠান্ডা বাতাসে,
মন ভরে যায়।
তারপর যখন আকাশে পূর্ণিমা চাঁদের জোঁৎনা,
আভির ছড়ায় তবে তো কোন কথাই নেই।
কী দিয়ে প্রকাশ করব ?
সেই কল্লোলিত দুষ্ট চাঁদের মিষ্টি আলোকে।
তখন চারপাশ টা কনকচাঁপা ফুলের সুবাসে ভরে যায়।
বাতাসে একটা ভালোবাসার গন্ধ ভেসে বেড়ায়,
এমন এক নির্জন তারা ভরা রাতে প্রিয়জন পাশে,
থাকলে আধাঁরের পৃথিবীটা খুবই চমৎকার লাগে।
নীড় হারা দুটি পাখি মেলে দুটি আঁখি,
রাতের আকাশে নেই আজ সূর্যের আলো।
তোমাকে বাসব আমি জমন জনম ভাল,
চাঁদের আলোতে ভালবাসা
হারানোর ভয় আরো বেড়ে যায়,
নিশি রজনীতে হিমেল বাতাসে
তোমাকে মনটা আরো কাছে চায়।