শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা গ্রামে মোহাম্মদ আলী ৭০ নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
(১৭ অক্টোবর বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত মোহাম্মদ আলী মানসিক প্রতিবন্ধী ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় সামান্য পারিবারিক কলহের সৃষ্টি হয়, এর জেরে বিষপানে আত্মহত্যা করেছে তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, নিহত বৃদ্ধ মোহাম্মদ আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন, তাই তার পরিবারে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করে হয়েছে।