ঢাকা:মৃত্যুর চার মাস পর আদালতের নির্দেশে নাটোরের বড়াইগ্রামে শেখ ইয়াকুব আলী হিরার নামক এক আওয়ামী লীগ নেতার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা খান এবং বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আহসান হাবীবের উপস্থিতিতে লাশ খবর থেকে উত্তোলন করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ জুন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইয়াকুব আলী হীরা হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু ইয়াকুব আলীর মেয়ে ইষিতা খাতুন তার পিতাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে গত ২৯ আগস্ট আদালতে সৎ মা মৌটুসি আক্তার মুক্তাসহ চার জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামী হচ্ছে রেজাউল করিম (৬০), আঞ্জুমান (৫০) এবং মো. রকি (২৮)।
এরপর আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।