খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’ উপলক্ষে স্প্যানিশ ফুটবলে চলছে লম্বা বিরতি। জানুয়ারির আগে লা লিগার কোনো ম্যাচ নেই। সেই ফাঁকে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার দ্যা সিলভা স্পেনে ছেড়ে উড়ে গেছেন নিজ দেশে। বক্সিংডেতে শুক্রবার একটি দাতব্য ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি। কিন্তু মাঠে নামা নেইমারকে খুঁজে পেতে সবারই একটু বেগ পেতে হয়েছে।
কারণ, মাত্র ২২ বছর বয়সী নেইমারকে দেখতে মনে হচ্ছিল পাকা গোঁফ-দাড়ির ৮০ বছরের কোনো বুড়ো। নিজের গোঁফ-দাড়িতে সাদা রং করে অনেকটা সান্তা ক্লোজের সাজে মাঠে নামেন তিনি। ম্যাচের একটা পর্যায়ে রবিনহো ইনজুরিতে পড়লে পানির গাড়ীতে তুলে নিজেই চালিয়ে মাঠের বাইরে নিয়ে যান। ম্যাচে চোখ ধাঁধাঁনো কিছু স্কিল দেখান নেইমার। যা দর্শকদের মুগ্ধ করেছে। চারদিনের মধ্যে এটা ছিল নেইমারের দ্বিতীয় দাতব্য ম্যাচ।
শুক্রবার ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে কোরাস গেয়েছেন। সেখানে নেতৃত্বে ছিলেন বার্সেলোনার এই তারকা।