সাদাসাদা কাশফুল
খুলে দিয়ে এলোচুল
আনমনে দোল খায় হরষে,
রূপালি মেঘের মতো
খেলা করে অবিরত
শারদীয় সমীরণ পরশে।
হায় যদি হতো মন
সারিসারি কাশবন
দোল খেতো অবিরাম পুলকে,
আহা সে যে কতো সুখ
ভরে যেতো এই বুক
স্বর্গের সুখ যেনো ভূলোকে।
এই মনে জাগে সাধ
ভেঙে দিয়ে সব বাধ
শরতের রঙ মাখি আঁখিতে,
ডানা মেলে নীলাকাশে
উড়ে চলি অভিলাষে
মিশে যাই গাংচিল পাখিতে।
আকাশের নীল ছুঁয়ে
কতো সুখ পড়ে চুয়ে
সাদাসাদা মেঘেদের গতরে,
আমি হলে সেই মেঘ
উড়ে চলা ধীর বেগ
হাহাহাহা কতো মজা হতো রে!
রচনাঃ ১৪ আগস্ট, ২০১৯।