গাজীপুর: একজন সচেতন মানুষের কাজ অনেক। চলার পথে যে কোন অসঙ্গতি নিজের ফেইসবুকে দিয়ে সচেতন করা যায়। এতে কাজও হয়। সাম্প্রতিক সময়ে মিডিয়ায় ভাইরাল হয়ে রাষ্ট্রীয় তোলপাড় করা খবর গুলোর অনেকটাই সামাজিক যোগাযেোগ মাধ্যমের। তাই আজ দেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে প্রত্যেককে সজাগ হতে হবে। চলার পথের অসঙ্গতি নিয়ে একজন সচেতন সংবাদকর্মীর ফেইসবুক ওয়াল থেকে নেয়া একটি ষ্ট্যাটাস।
দেখার ,কেউ কি নেই ?
গাজীপুরে দায়িত্বশীল ব্যক্তি ?আর তো পারছি না।।
ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের গরগরিয়া মাস্টার বাড়ি পাশে ময়লার স্তুপ।
অসহনীয় অবস্থা সাধারণ জনগণসহ ,হাজার হাজার লোকের ময়লার জন্য দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল কষ্টকর।
দীর্ঘদিন যাবৎ অসহ্য দুর্গন্ধ সহ্য করে এমনিভাবে
দিনের পর দিন চলে যাচ্ছে।
পত্রিকা ,টেলিভিশন নিউজ কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য সমাধান পাওয়া যায়নি।
সাধারণ মানুষ কতটা অবহেলিত রাস্তার মাঝে ময়লার স্তুপ জনপ্রতিনিধিদের প্রতি সবিনয় আবেদন জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবার অবহিত করছি ব্যবস্থা গ্রহণ করুন ।
মাওনা পাথার, লবলং সাগর এর উপর ব্রিজ সংলগ্ন একই ময়লার পুনরাবৃত্তি হতে যাচ্ছে প্রতিরোধ জরুরী।
সচেতন মহলের প্রতি বিনীত নিবেদন সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে চাই।
আর কতো?