নিম্ন আদালতে সহকারী জজ নিয়োগে ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিজেএসসির সচিব (জেলা জজ) সৈয়দ জাহেদ মনসুর শনিবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দ্বাদশ বিজেএস পরীক্ষার মাধ্যমে ১০০ জন সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আশা করছি, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে ৯ অক্টোবর ত্রয়োদশ বিজেএস নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিও চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে।’
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৮ নভেম্বর ত্রয়োদশ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজেএসসির তথ্যানুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার পর ওই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যথাযথ সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে ২০২১ সালে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।
জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে চলতি বছর দুই দফায় বিজেএস কমিশনকে ১০০ জন বিচারক নিয়োগের জন্য সুপারিশ করে চিঠি দেওয়া হয়। ওই চিঠির ধারাবাহিকতায় এবার ত্রয়োদশ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আগামী ১৫ থেকে ৩০ অক্টোবর অনলাইনের মাধ্যমে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণির এলএলএম ডিগ্রিধারী ৩২ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন। এ জন্য এবারের পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে গত ২৯ সেপ্টেম্বর গেজেটও প্রকাশ করেছে সরকা