লুকানো মনের ভালোবাসা
সাবিকুন নাহার
তোমাকে ভালোবেসে ছিলাম সেটাই ছিল,
আমার জীবনের সবচেয়ে বড় ভুল !
কিন্তুু তোমাকে ভাল না বাসলে,
হয়ত জীবনের মানেটাই বুঝতাম না।
ভালোবাসার কষ্টটা অনুভব করতে
পারতাম না,
তুমি আমার মনের
ভালোবাসা, সুখ, আনন্দ কেঁড়ে নিয়েছ !
কিন্তু আমার মনের লুকানো ব্যথাগুলো নিতে পারনি।
আর এটাই যে, এখন আমার কাছে
সবচেয়ে বড় সম্পদ,
যা তুমি কখনো
বুঝতেই পারনি।।
তোমার একটু অবহেলা আমাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছে।
যা আমি কখনো, তুমি দুঃখ কষ্ট না দিলে হয়ত
বুঝতেই পারতাম না।
একাকীত্ব নির্জনতা মানুষকে সত্যিই অনেক
কিছুই শিক্ষা দেয়,
আবিষ্কার করে নেয় আধাঁরের পৃথিবীতে,
ফোঁটা প্রেমের মাধবীলতার ফুলকে।
সেই ফুলকে হয়তো সবাই ভালোবাসতে পারে না,
যারা জীবন যুদ্ধে পরাজিত সৈনিক,
তারাই কেবল সেই ফুলের সুবাস পায়।
ফুলের কাছেই খুঁজে পায়
হারিয়ে যাওয়া ভালবাসাকে।