ঢাকা:আটক বর-কনে
জেনে শুনেই বাল্য বিয়ে করতে এসেছিলেন বর। বিয়ে বাড়িতে বেশ বড় ধরনের আয়োজনও ছিলো। খুব শখ ছিলো বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে যাবেন। প্রতিবেশিরা দেখবে। কিন্তু বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের। নতুন বউ কে ঘরে তোলার বদলে দিতে হলো জরিমানা।
ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকায়।
শুক্রবার রাতে ওই এলাকার মিলন প্রামাণিকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের মেয়ে মিমকে চাটমোহর উপজেলার রওশন আলীর ছেলে মানিক রায়হানের (২৭) সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। বেশ ঘটা করেই আয়োজন করা হয়েছিলো। কিন্তু প্রতিবেশিরা ৯৯৯ এ ফোন করে বাল্য বিয়ের খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বর-কনেকে আটক করেন। পরে কনের বাবাকে ১৫ হাজার এবং বরের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে ছাড়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বাল্যবিয়ে সমাজের জন্য অভিশাপ। এটা বন্ধে প্রশাসন বদ্ধ পরিকর।