ঢাকা: আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ বিকালে ওই দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। কিন্তু, কোন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়।
বৈঠকে প্রশাসন দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা ও ১৯ জনকে সাময়িক বহিষ্কারের আশ্বাস দেয় শিক্ষার্থীদের। তবে এর ওপর আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, হলগুলোতে এখনও দলীয় নেতাকর্মী রয়েছে। ১৯ জন সাময়িক বহিষ্কার হলেও তাদের স্থায়ী বহিষ্কার করা হয়নি। এছাড়া সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা হলেও আবারও যে শুরু হবে না তার নিশ্চয়তা তারা পাচ্ছেন না।
এ কারণে আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা না নেয়ার পক্ষে মত দেন তারা।