ডেস্ক | আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন বুয়েটের ভিসি সাইফুল ইসলাম। বৈঠকের শুরুতেই নিহত আবরারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৈঠকসূত্র জানায়, এই পর্যন্ত আবরার হত্যায় অভিযুক্ত ১৯জন সাময়িক বহি:স্কার করা হয়েছে। বুয়েটে ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। র্যগিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার ঘোষনা দেয়া হয়েছে।
ভিসি ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন ডিরেক্টর স্টুডেন্ট ওয়েলফেয়ার অধ্যাপক মিজানুর রহমানসহ আরও ৭ শিক্ষক। নির্ধারিত সময়ের অঅধঘন্টা পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্র্মীদের উপস্থিতির ফলে মিলনায়তনের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শক সাড়িতে রয়েছেন খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম। মিলনায়তনের বাইরে অপেক্ষা করছেন আনুমানিক ৫ শতাধিক শিক্ষার্থী। ভিসির নির্দেশ রয়েছে এই বৈঠক কোন প্রকার লাইভ প্রচার করা যাবে না।
উল্লেখ্য, গভীর রাতে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্র আবরারকে।