ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে নিয়ে লালমাটিয়ার তার কার্যালয়ে অভিযান শুরু করেছে র্যাব।
আজ শুক্রবার (১১ অক্টেবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আটক মিজানকে সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করেন র্যাব-২ সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান অভিযানের অংশ হিসেবে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ওই ভবনে হাবিবুর রহমান বসবাস করতেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার দুপুরে পাগলা মিজানকে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে আসে র্যাব সদস্যরা। এ সময় সেখানে কৌতুহলী মানুষদের ভিড় লেগে যায়। কার্যালয়ের ভেতর-বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তল্লাশি চালানো হয় তার অফিসে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।