ডেস্ক | এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে এক যুগান্তকারী শান্তিচুক্তি করে এই সম্মানে ভূষিত হলেন তিনি। গত শতকের নব্বইয়ের দশক থেকে চুক্তিটি হওয়ার আগ পর্যন্ত সংঘাতে জড়িয়ে ছিল দুই দেশ।
নরওয়ের শান্তিতে নোবেল প্রদানকারী কমিটি বলেছে, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে তার প্রচেষ্টার জন্য নোবেল পেয়েছেন ইথিওপীয় প্রধানমন্ত্রী। বিশেষ করে প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে বহু বছর ধরে চলমান সীমান্তবর্তী দখল নিয়ে সংঘাতের অবসান ঘটানোর জন্য করা শান্তিচুক্তির চেষ্টার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে। এই পুরস্কারের মাধ্যমে ইথিওপিয়া এবং পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় আফ্রিকান অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ও বিবাদ মেটানোর জন্য কাজ করা প্রত্যেক অংশীদারকে স্বীকৃতি দেয়ার জন্যও এই পুরস্কার দেয়া হয়েছে।