এ বছরের সেরা কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা করেছে বিজনেস ইনসাইডার। তাদের দৃষ্টিতে সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
এ বছরটি ফেসবুকের জন্য অত্যন্ত সফল একটি বছর। প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান আরও উচ্চ স্থানে নিয়ে গেছে। শেয়ার মার্কেটে তাদের শেয়ারমূল্য বেড়েছে শতকরা প্রায় ৪১ ভাগ। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব ছিল ৩.২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় শতকরা ৫৯ ভাগ বেশি।
আইফোন ৬ ও আইফোন ৬+ বাজারে এনে প্রযুক্তিপণ্যের বাজারে নিজের অবস্থান ধরে রেখেছে অ্যাপল। আর তাই তারা বিজনেস ইনসাইডারের দৃষ্টিতে দ্বিতীয় সেরা প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান হয়েছে।
এ বছরের শীর্ষস্থানীয় অপর দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান হলেঅ চীনা স্টার্টআপ ইউবার ও জিয়াওমি।