শ্রীপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে স্থানীয় পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ, বাস্তবায়ন ও সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রান্তিক কৃষক, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসন ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের ব্যাবস্থাপনায় এবং খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তেলিহাটি ইউপি চেয়ারম্যান মো.বাতেন সরকারের সভাপতিত্বে ও খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) প্রশাসনিক কর্মকর্তা মো.আলমাজ হোসাইনের স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ শামসুল আরেফিন। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এসএম মূয়ীদুল হাসান, উপজেলা সিনিনিয়র মংস্য অফিসার মো.আশ্ররাফুল্লাহ্, উপজেলা সমাজসেবা অফিসার মো.মুনজুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন সুলাতানা, খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) সমন্বয়ক মো.আবিদুল কবির, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী মুনসুর মানিক প্রমূখ।
কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ শামসুল আরেফিনসহ বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শ্রীপুরের বিভিন্ন অ লে বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ইউনিসেফ এর রিপোর্টে অনুযায়ী বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশ গুলোর মধ্যে বাংলাদেশও একটি। জলবায়ু পরিবর্তনের কারনে মানুষের মৌলিক চাহিদার উপর প্রভাব পরতে শুরু করেছে। তাই আগামী দিনে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলতে তরুণদের ভূমিকা রাখার আহবান জানায়। তরুণরা সচেতন হলে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলতে সবাইকে সচেতন করে গড়ে তুলতে পারবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরণীরা অংশ গ্রহণ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাপ খাওয়াতে উদ্ভাবনী বিভিন্ন ধারণা প্রদান করে। যেখানে জলবায়ু পরিবর্তনের কারন সনাক্ত করে তা থেকে উত্তরনের জন্য বিভিন্ন পরিকল্পনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *