ডেস্ক |পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, প্রতিজন (ভারতীয়) সেনাকে হত্যার বিপরীতে ১০ জন করে শত্রু হত্যা করা হবে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনী প্রচারণায় জাত এলাকায় এক র্যালিতে এ কথা বলেন তিনি।
এ ছাড়াও তিনি বিরোধী কংগ্রেস ও জাতীয়বাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সমালোচনা করেন। বলেন, ভারতের এনডিএ সরকার জম্মু-কাশ্মীর বিষয়ক সংবিধানের ২৩০ ধারা বাতিল করেছে। কিন্তু ওই দুটি দল তার বিরোধিতা করছে। রাহুল গান্ধী ও শারদ পাওয়ারের উচিত তারা এই ধারা বাতিলের পক্ষে কিনা তা পরিষ্কার করে বলা। ওই ধারা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চমৎকার কাজ করেছেন বলে তিনি তার প্রশংসা করেন।
বলেন, এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। পুলওয়ামায় হামলার পর বালাকোটে ভারতের বিমান হামলার ইঙ্গিত করে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, ভারতীয় একজন জওয়ানকে শহীদ করা হলে শত্রুদের ১০ জনকে হত্যা করা হবে। এর আগে কংগ্রেস-এনসিপি জোট সরকার মহারাষ্ট্রে কি কাজ করেছে তা জানতে চান তিনি শারদ পাওয়ারের কাছে।