মেঘ মুক্ত এই শরৎ এর নীল আকাশে,
আকাশ থাকে রোঁদ ফ্যাকাসে।
তার মাঝে কাশ বনের ফুল,
পরীরা বাঁধতে আসে তাদের মাথার চুল।
কাশ বনেতে আজ ফুঁটেছে ফুল,
ষড়ঋতুর শরৎ আবার এসেছে।
নীল আকাশে সাদা মেঘ ভাসছে,
তাই দেখে সূর্যি মামা হাসছে।
কাশ ফুলের নরম শোভা পেতে আজ,
কিশোরীরা পড়ছে মাথায় কাশ বনের তাজ।
নরম ফুলের ছোঁয়া পেতে,
পরীরা যায় কাশ বনেতে।
কাশ বনটা যেন মায়াপুরী,
সেথায় থাকে সাদা, লাল,নীল, হলুদ পরী।
নরম পরশের কাশ বন,
পরীরা নেচে মাতিয়ে রাখে সারাক্ষণ।