জিয়া মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী: নূর

রাজনীতি

image_111703_0বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হয়ে তিনি কীভাবে যারা স্বাধীনতা বিরোধী সেই জামায়াতের গোলাম আযমকে পাকিস্তান থেকে ডেকে এনে নাগরিকত্ব দিলেন। সেটা আমি বুঝতে পারি না। মুক্তিযুদ্ধের সময় কিছু লোক অনুপ্রবেশ করেছিল। তাহলে কি জিয়াউর রহমান নিজেই একজন অনুপ্রবেশকারী?

এমনই প্রশ্ন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। তিনি বলেন, জামায়াতকে রাজনীতি করতে দেয়ার ফলে দেশের অবস্থা কেমন হয়েছে সেটা জনগণ বুঝতে পেরেছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার জোরারগঞ্জের বিজয় মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাংস্কৃতিক উপ-পরিষদের কর্মকর্তা সুভাস সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *