সাতক্ষীরা: সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলায় এক ছাত্র ও দেবহাটা উপজেলায় এক চিংড়ি ব্যবসায়ী এ ঘটনার শিকার হন।
মারা যাওয়া ওই ছাত্রের নাম টুটুল ইসলাম (১৯)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খুঁটিকাটা গ্রামের বাসিন্দা। আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন টুটুল।
চিংড়ি ব্যবসায়ী হলেন আবদুল মণ্ডল (৫২)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের বাসিন্দা।
টুটুলের খালু মো. ইয়াহিয়া বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে টুটুল তাঁর মামার মাছের ঘেরে যাচ্ছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। টুটুল ঘেরের কাছাকাছি যেতেই হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, টুটুলকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
কোড়া গ্রামের বাসিন্দা আবুল বাসার বলেন, তাঁর প্রতিবেশী আবদুল মণ্ডল বাড়ির পাশে নিজের চিংড়িঘেরে দুপুর সাড়ে ১২টার দিকে কাজ করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। এ সময় আবদুল মণ্ডল ঘের থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনাটি নিশ্চিত করেছেন।