চাঁদপুর: চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনা মোহনায় বেড়াতে এসে বজ্রপাতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১টায় বড় স্টেশন মেঘনা পাড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তাঁরা হলেন, কুমিল্লা চান্দিনার কৈরান এলাকার ওয়াহিদা বেগম (৬৫), তাঁর মেয়ে রেহানা বেগম (৩৫), ওয়াহিদা বেগমের নাতি সাব্বির (১৪) ও নাতনি সামিয়া (১০)।
নিহত রেহানার বোন প্রত্যক্ষদর্শী শাহিদা বেগম জানান, দুপুরে মেঘনার পাড়ে পরিবারের ৭ সদস্য মিলে বেড়াতে গিয়েছিলেন। হালকা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে তাঁদের মধ্যে চারজন আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজাউদ্দোলা রুবেল সবাইকে মৃত ঘোষণা করেন। তবে বাকি ৩ জন সুস্থ আছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, চারজনের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।