কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নাগরী খ্রিষ্টান যুব সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে ফাদার উইস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
নাগরী মিশন মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোডিং একাদশ ২-০ গোলে লুদুরিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতি বছর ইউনিয়নের ১৬টি দল নিয়ে নাগরী খ্রিষ্টান যুব সমিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। বাছাই পর্বের খেলা শেষ করে শুক্রবার বোডিং একাদশ বনাম লুদুরিয়া একাদশের মাঝে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক মিজান, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া, নাগরী মিশনের ফাদার জয়ন্ত গমেজ, সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ লুইস গমেজ, নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলী হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম সিকদার, ডা. রেজাউল শেখ, গাজীপুর জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক পাপিয়া সরকার, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারন সম্পাদক এম আই লিকনসহ দলীয় নেতাকর্মী,এলাকাবাসী ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।