ডেস্ক | নাগরিকত্ব (সংশোধন) বিল নিয়ে আজ শনিবার ভারতের মিজোরাম রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র।
মিজোরামের নাগরিক সমাজের সংগঠনগুলো এবং ছাত্রদের সংগঠনগুলো বলেছে, আজ মিজোরাম যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ সময় নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এর আগে মিজোরামের বেশকিছু সংগঠন বলেছিল, তারা নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করবে। এই বিলের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়া হবে। যদি ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বরের আগে তারা ভারতে গিয়ে থাকেন তাহলে এই সুবিধা পাবেন ওই সম্প্রদায়ের মানুষগুলো। আজকের বৈঠকে নিজেদের উদ্বেগের বিষয়টি তুলে ধরার কথা নাগরিক সমাজের গ্রুপগুলোর। এই বৈঠকে যোগ দিতে রাজ্যের রাজধানী আইজালে অবতরণ করার কথা অমিত শাহর।
রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ও রাজ্যের অন্য নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।