এবার ঢাকা-বরিশাল রুটের একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় দুই হাজার যাত্রী নিয়ে উঠে পড়েছে ধানক্ষেতে।
অন্ধকার ও কুয়াশার কারণে ‘দীপরাজ’ নামের ওই লঞ্চটির দিক হারিয়ে ফেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পুলিশ। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি- মাস্টার (চালক) ইচ্ছে করেই ঘটনাটি ঘটিয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে দীপরাজ। কিছুক্ষণ চলার পর রাত ৯টার দিকে ঝাঁকুনি দিয়ে সেটি কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরআবদানি এলাকায় একটি ধান খেতে উঠে যায়।