প্যারিসে ছুরিকাঘাতে ৪ পুলিশ সদস্য নিহত, গুলিতে হামলাকারীর মৃত্যু

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ হেড কোয়ার্টারে এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই হামলাকারীর নাম জানা না গেলেও তিনি ওই পুলিশ সদর দপ্তরে কর্মী বলে জানা গেছে। হামলার পরপরও পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। খবর বিবিসির।

বৃহস্পতিবার স্থানীয় সময় একটার দিকে এ ঘটনা ঘটে। ফ্রান্সে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে বুধবার ধর্মঘট পালন করে সংস্থাটি। এর একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী সোজা তার অফিসরুমে ঢুকে গিয়ে ছুরি হাতে সহকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার সময় লোকজন দৌঁড়ে পালাচ্ছিল। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছিল। এরপরই প্যারিসের কেন্দ্রে অবস্থিত ইলে দে লা সিটি নামের ওই এলাকাটি ঘিরে ফেলে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্যারিসের মেয়র অ্যান হিদালগো এক টুইট বার্তায় হামলায় একাধিক ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *