ঢাকা: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।
এতে বলা হয়, ওমর ফারুকের নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য বিবরনীসহ তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।
ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব অবরুদ্ধও (ফ্রিজ) করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারাদেশে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে র্যাব। প্রথম দিনই ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। ওই দিন গণমাধ্যমে এ বিষয়ে বেফাঁস মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক।
এরই ধারাবাহিকতায় যুবলীগের অনেকের নাম আসে ক্যাসিনোকা-ে।