ঘুষের টাকা ফেরত, কর্মচারি বরখাস্ত

Slider জাতীয় বিচিত্র


ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে নেয়া ঘুষের ২ লাখ ৭৪ হাজার টাকা ফেরত দিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ময়মনসিংহ-১ এর জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন। এ ঘটনায় অভিযুক্ত পল্লী বিদ্যুতের কর্মচারি আবুল বাশারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ‘গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকে’ ৮৭ জন গ্রাহকের মাঝে ঘুষের এই টাকা ফেরত দেয়া হয়।

গত চার বছর আগে রঘুনাথপুর গ্রামের চারটি পাড়া থেকে পল্লী বিদ্যুৎ ফুলবাড়ীয়া জোনাল অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারি আবুল বাশার মোল্লা ৮৭ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ঘুষ হিসেবে ২লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনে গ্রামে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ক্ষোভ বিরাজ করছিল ভুক্তভোগীদের মাঝে।

বিদ্যুৎতের খুঁটি স্থাপনে অনিয়মের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ-১ এর ডিজিএম (কারিগরি) মো. মোস্তাফিজুর রহমান তদন্তে আসলে এলাকাবাসী তার কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারি আবুল বাশার মোল্লার ঘুষ বাণিজ্যের ঘটনাটি প্রমাণিত হয়।

পরবর্তী ঘুষ নেয়ার অভিযোগে আবুল বাশারকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত আবুল বাশার কোন উপায় না দেখে ঘুষ হিসাবে নেয়া টাকা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের কাছে হস্তান্তর করেন।

রঘুনাথপুর পশ্চিম পাড়া মোস্তফা বলেন, বিদ্যুতের জন্য ঘুষ দেয়ার ৪ বছর পর ঘুষের ৫ হাজার টাকা ফেরত পেয়েছি। কল্পনাও করতে পারিনি গ্রামের মানুষ ঘুষের টাকা ফেরত পাবেন।

টাকা ফেরত দেয়ার সময় উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরি) মো. মোস্তাফিজুর রহমান, ডিজিএম অনিতা বর্ধন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *