।। ভালবাসাময় পৃথীবি। বেঁচে থাকবে ভালবাসাতেই
ভালবাসা হওয়া উচিত ভালবাসার মতই
যাকে ভালবাসা যায় তাকে ঘৃনাও করা যায়
একবার যাকে ঘৃনা করা হয়, ভালবাসা আবার সেখানেও জন্মায়।।
।। ভালবাসার নামে প্রতারণাও এক ধরণের ভালবাসা
তবে সে ভালবাসা হয়ে যায় অভিশাপ
ঠুনকো ভালবাসা আর প্রতারণাময় ভালবাসা এক আবার ভিন্নও
তাই ভালবাসার মর্ম না বুঝে ভালবাসাও অভিশাপ।।
।। সকাল ও বিকেল ভালবাসাও ভালবাসা
সুযোগ বুঝে মেরে ফেলার নামও ভালবাসা
ভাল বেসে ঘরে ঢুকে আগুন দেয়াও ভালবাসা
জীবন দেয়ার কথা বলে জীবন কেড়ে নেয়াও ভালবাসা।।
।।বিশ্বাস সম্মান আর সব দিলাম বলাও ভালবাসা
শিঁকলে বেঁধে লেকে বসার কথা বলে ডুবিয়ে মারার নামও ভালবাসা
সু্ঁই হয়ে ঢুকে কড়াল হয়ে বের হওয়াও ভালবাসা
অবচেতন মনে সব সহ্যৃ করার নামও কিন্তু ভালবাসা।।
।।ভালবাসা অভিশাপ, ভালবাসা মরণ ক্যন্সার
ভালবাসা নাভিশ্বাস তৈরীর কথামালা
ভালবাসাই মৃত্যৃর কাছে আত্মসমর্পনের মাধ্যম
আবার ভালবাসা বেঁচে থাকার অবলম্বনও।।